শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন – সবচাইতে সহজভাবে

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন – একটি গুরুত্বপূর্ণ বাংলা আবেদনপত্র। প্রায় প্রতি পরীক্ষায়ই শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন অথবা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট বা প্রধান শিক্ষকের নিকট আবেদন প্রায়শই কমন পড়ে। আজ বাংলা ভাষায় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন এর একটি আপডেট সংস্করণ দিচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে।

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন

 

চট্টগ্রাম

১২ ডিসেম্বর ২০২৩

বরাবর

অধ্যক্ষ

বিএন স্কুল এন্ড কলেজ

নিউমুরিং, চট্টগ্রাম

বিষয়ঃ  শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, আমরা আপনার পরিচালিত বিএন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত বছর আমরা শিক্ষা সফরে আমরা বান্দরবান গিয়েছিলাম। যা আমাদের জন্য অনেক আনন্দদায়ক ও শিক্ষামূলক একটি সফর ছিলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমাদের শহুরে একঘেয়েমি কেটে উঠেছিলো। আমরা নতুন উদ্যমে পড়ালেখায় মনোযোগী হয়েছিলাম। আমরা গত শিক্ষা সফর থেকে যা শিখতে পেরেছি, তা আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হয়ে থাকবে। গত বছরের মত আমরা এ বছরেও শিক্ষা সফরে যেতে আগ্রহী। আমরা এবার শিক্ষা সফরে কক্সবাজার যেতে চাই। সমুদ্রের বিশালতার কাছে আমরা নির অহংকারী হওয়ার  শিক্ষা নিতে চাই। আমাদের দেশে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত দেখে গৌরবান্বিত হতে চাই। যা একমাত্র আপনার অনুমতি প্রদানের মাধ্যমেই সম্ভব।

অতএব, মহোদয়ের নিকট আমাদের একান্ত আবেদন, পূর্বের মত আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করে আমাদের শিক্ষাজীবনকে আনন্দদায়ক করতে আপনার মর্জি হয়।

 

নিবেদক

আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পক্ষ থেকে

মোঃ ফাহাদ হোসেন

বিএন স্কুল এন্ড কলেজ

নিউ মুরিং, চট্রগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *